চন্দ্রদ্বীপ ডেস্ক :: আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান কোজাগরী লক্ষ্মীপূজা শুরু হচ্ছে। বুধবার (১৬ অক্টোবর) পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা। শারদীয় দুর্গাপূজার পাঁচ দিন পর পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় এই পূজা।
পঞ্জিকা অনুযায়ী, আজ রাত ৮টা ১৩ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হবে এবং বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ৪৮ মিনিটে শেষ হবে। পূর্ণিমা তিথি শুরুর সঙ্গে সঙ্গেই শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে পূজা শুরু হবে এবং পরের দিন সন্ধ্যায় পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।
প্রসাদ হিসেবে থাকবে নারিকেলের নাড়ু, লুচি, ডাল, ও ফলাহার। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, লক্ষ্মী দেবীর পূজা করলে ধন-সম্পদ, সুখ-শান্তি, এবং সুস্বাস্থ্য লাভ করা যায়। পরিবারে ধন, যশ, খ্যাতি ও সমৃদ্ধির জন্য লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন ভক্তরা।
কোজাগরী পূর্ণিমার এই লক্ষ্মীপূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশেষ আচার, যা ধন-সম্পদের দেবী লক্ষ্মীর প্রতি তাদের শ্রদ্ধা প্রদর্শন করে।