শিরোনাম

জাতীয় দিবস বাতিলের প্রতিবাদে তারকাদের পোস্ট

Views: 17

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস বাতিলের বিষয়ে দেশের জনপ্রিয় তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

খ্যাতিমান অভিনেতা সোহেল রানা ফেসবুকে লেখেন, “ভাই নাহিদ, যখন আপনাদের জন্মই হয়নি, তখনকার দেশ ও নেতাদের নিয়ে কথা বলা আপনার জন্য অনুচিত। অজ্ঞ বলতে বাধ্য করবেন না।”

অভিনেত্রী মেহের আফরোজ শাওন লিখেছেন, “৭ মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল করা হলো! আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিছুদিন পর হয়তো ২৬ মার্চ স্বাধীনতা দিবসও বাতিল হবে।”

তিনি আরও লেখেন, “৭ মার্চের পক্ষে কথা বলার জন্য যদি আমাকে দালাল বলা হয়, তবে আমি মুক্তিযুদ্ধের দালাল।”

ব্যান্ড তারকা মাকসুদুল হক ফেসবুকে লেখেন, “নয়া বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি ও পহেলা বৈশাখও বাতিল করা হবে নাকি?”

অভিনেত্রী সোহানা সাবা এবং কাজী নওশাবা আহমেদও নিজেদের মতামত প্রকাশ করে জাতীয় দিবসগুলো বাতিলের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *