চন্দ্রদ্বীপ ডেস্ক :: জনপ্রিয় নির্মাতা সাগর জাহানের ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’ শেষ হয় ২০২৩ সালে। নাটকটিতে ‘রুমা ভাবি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তানজিকা আমিন। এবার সেই চরিত্রে তিনি আবারও ফিরছেন।
ধারাবাহিক নাটকটির সিকুয়েলের শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে, যেখানে তানজিকা আবারও ‘রুমা ভাবি’ চরিত্রে অভিনয় করছেন। এই চরিত্রটি দর্শকদের মাঝে এখনো খুবই জনপ্রিয়, এবং এর প্রতি দর্শকের ভালোবাসাই তাকে আবারও এই চরিত্রে ফিরিয়ে এনেছে।
এছাড়া, তানজিকা আমিন বর্তমানে ‘সিটি লাইফ’ নামে একটি ধারাবাহিকে কাজ করছেন, তবে এর বাইরে অন্য কোনো ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছে না। এছাড়াও, ওয়েব সিরিজ ‘মহানগর ২’ এবং ‘কালপুরুষ’-এ তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। তার আরেকটি ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশীপ’ও বেশ সাড়া ফেলেছে।
**ট্যাগ:** তানজিকা আমিন, রুমা ভাবি, অনলাইন অফলাইন, সাগর জাহান, নাটক, বিনোদন, সিকুয়েল, ওয়েব সিরিজ