শিরোনাম

কলাপাড়ায় পুনর্বাসনের দাবিতে বন্দর চেয়ারম্যানের কাছে আবেদন

Views: 21

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের জিয়া কলোনীর ১৩৬টি পরিবার পায়রা বন্দরের রাস্তা নির্মাণ প্রকল্পের কারণে উচ্ছেদের শঙ্কায় মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় পায়রা বন্দরের মূল ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে অংশগ্রহণকারী পরিবারের সদস্যরা বলেন, “আমাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে আমরা পরিবার নিয়ে কোথায় যাব?” বক্তারা অভিযোগ করেন, হঠাৎ করেই উচ্ছেদের নোটিশ পাওয়ার কারণে তারা আতঙ্কিত। তাদের জন্য বসবাসের উপযোগী জায়গা না থাকায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

মানববন্ধনের পরে জিয়া কলোনির প্রতিনিধিরা বন্দর চেয়ারম্যান এ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে দেখা করে একটি দাবীনামা জমা দেন। চেয়ারম্যানের সাথে আলাপকালে, তিনি বলেন, “আপনাদের দাবী আমি সংশ্লিষ্ট দপ্তর এবং মন্ত্রণালয়ে জানাবো। মানবিক দিক বিবেচনায় এই বিষয়টি খতিয়ে দেখবো।”

এসময় তিনি বলেন, “প্রকল্প বাস্তবায়নের আগে আপনাদের পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করা হবে।” মানববন্ধনে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আবদুর রহমান, মোহাম্মদ সেলিম, লাইলি বেগম এবং শারমিন নাহারসহ অনেকেই ছিলেন।

জানা গেছে, পায়রা বন্দরের এই রাস্তা নির্মাণ প্রকল্পের কারণে এলাকার ১৩৬টি পরিবার উচ্ছেদের শঙ্কায় রয়েছে, যা তাদের জীবন ও জীবিকার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। স্থানীয় প্রশাসনের প্রতি তাদের দাবি, যাতে তাদের পুনর্বাসন নিশ্চিত করা হয় এবং তারা যাতে নিরাপদে জীবনযাপন করতে পারেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *