চন্দ্রদ্বীপ ডেস্ক :: টালিউড ইন্ডাস্ট্রির খ্যাতনামা অভিনেতা দেবরাজ রায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার সল্টলেকের আইএলএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, দেবরাজ রায়ের কর্মজীবন ছিল অত্যন্ত সমৃদ্ধ। তিনি সত্যজিৎ রায়, তরুণ মজুমদার এবং মৃণাল সেনের মতো বিখ্যাত নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন। দেবরাজের মৃত্যুতে তার পরিবার এবং সহকর্মীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। তার মৃত্যু ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন অনেকেই।
আরো পড়ুন :: নাটকে মেহজাবীনের বোন মালাইকার অভিষেক
দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন দেবরাজ। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার (১৮ অক্টোবর) তার মরদেহ প্রথমে সল্টলেকের বাসভবনে নেওয়া হবে এবং তারপর তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।
প্রসঙ্গত, ১৯৭০ সালে সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমার মাধ্যমে দেবরাজ রায়ের শোবিজে অভিষেক ঘটে। এরপর ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত মৃণাল সেনের ‘কলকাতা ৭১’-এ তার অভিনয় দর্শকদের মাঝে প্রশংসিত হয়। এছাড়াও তিনি তরুণ মজুমদার, বিভূতি লাহা এবং তপন সিংহসহ একাধিক বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি সংবাদ উপস্থাপক হিসেবেও দূরদর্শনে কাজ করেছেন এবং সুরেলা কণ্ঠে অনেক নাটকে কণ্ঠ দিয়েছেন। তবে, অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি সিনেমা থেকে দূরে ছিলেন।