শিরোনাম

এস আলমের কালো টাকা সাদা করায় বরখাস্ত ৩ কর কর্মকর্তা

Views: 20

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আলোচিত ব্যবসায়ী সাইফুল আলম ওরফে এস আলমের দুই ছেলের কর ফাঁকির ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন অতিরিক্ত কর কমিশনার সাইফুল আলম, যুগ্ম কর কমিশনার এ কে এম শামসুজ্জামান এবং সহকারী কর কমিশনার মো. আমিনুল ইসলাম।

এস আলমের দুই ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির ৫০০ কোটি টাকা অপ্রদর্শিত আয় বৈধ করার সময় তারা মাত্র ৫০ কোটি টাকা কর প্রদান করেন, যেখানে ১২৫ কোটি টাকা কর দেওয়ার কথা ছিল। এই বিশেষ সুবিধা প্রদানের বিনিময়ে ঘুস গ্রহণের অভিযোগে ওই তিন কর কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

এনবিআরের নতুন চেয়ারম্যান আবদুর রহমান খান দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছিলেন। তারই ধারাবাহিকতায় এই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *