চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ থেকে ভারতের ভিসা প্রাপ্তি নিয়ে নানা ধরনের অভিযোগ ছিল আগে থেকেই। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের নতুন মোড়ে এসে এই ভিসা ইস্যু আরও জটিল হয়েছে। কবে থেকে বাংলাদেশে ভারতের ভিসা কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু হবে, তা নিয়ে কথা বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আপাতত শুধুমাত্র জরুরি প্রয়োজন এবং চিকিৎসা সংক্রান্ত ভিসা প্রদান করা হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা কার্যক্রমও স্বাভাবিক হবে।
একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনিশ্চিত হওয়ায় ভিসা প্রদান কার্যক্রম সীমিত করা হয়েছে। ৫ আগস্ট থেকে সাধারণ ভিসা প্রদান বন্ধ রয়েছে, তবে জরুরি ক্ষেত্রে কিছু ভিসা দেয়া হচ্ছে। এর আগে প্রায় ২০ হাজার বাংলাদেশি ভিসা আবেদনকারীর পাসপোর্ট ফেরত দিয়েছে ভারতীয় হাইকমিশন।
বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু করতে আরও সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।