Views: 22
চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৩ মিনিটে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে, এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এ ভূমিকম্প চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও অনুভূত হয়েছে। যদিও তা হালকা ছিল, তবে এটি সাম্প্রতিক সময়ে দেশের বেশ কয়েকটি ভূমিকম্পের মধ্যে অন্যতম।
ভলকানো ডিসকভারি ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। এর আগে, ৬ সেপ্টেম্বর রংপুরেও একটি মৃদু ভূমিকম্প হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের সংখ্যা বাড়ায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।