চন্দ্রদ্বীপ ডেস্ক :: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আক্রমণে আরও ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪২ হাজার ৪৫০ জন। আহতের সংখ্যা ৯৯ হাজার ছাড়িয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি হামলার তীব্রতা বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৯ জন নিহত এবং ৯৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন, যাদের উদ্ধার করতে অসুবিধা হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, এখনো প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে ধ্বংসস্তূপের নিচে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলের আক্রমণ অব্যাহত রয়েছে।
গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় ধ্বংস হয়ে গেছে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদসহ হাজার হাজার ভবন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। গাজার অবকাঠামোর ৬০ শতাংশের বেশি ধ্বংস হয়ে গেছে।
ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।