শিরোনাম

দেড় ঘণ্টার রাস্তা ৫ মিনিটে পৌঁছে দেবে উড়ন্ত ট্যাক্সি, ভাড়া কত?

Views: 19

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ট্রাফিক জ্যামে হাঁটার দূরত্বে পৌঁছাতে ঘণ্টা পার হওয়ার ভোগান্তি থেকে মুক্তি দিতে ভারতে আসছে উড়ন্ত ট্যাক্সি। সরলা এভিয়েশন ও বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড একসঙ্গে বৈদ্যুতিক উড়ন্ত ট্যাক্সি চালু করতে যাচ্ছে, যা শহরের গুরুত্বপূর্ণ স্থান থেকে বেঙ্গালুরুর বিমানবন্দর পর্যন্ত চলবে।

এই এয়ার ট্যাক্সি হেলিকপ্টারের মতো আকাশে উড়বে এবং মাত্র ৫ মিনিটে দেড় ঘণ্টার রাস্তা পার করতে পারবে। সবচেয়ে বড় সুবিধা হলো, এটি পরিবেশবান্ধব এবং কোনো ধরণের দূষণ ঘটাবে না।

প্রাথমিকভাবে প্রায় ২০ মিনিটের ভ্রমণে এই ট্যাক্সির ভাড়া হতে পারে প্রায় ১৭০০ টাকা। তবে প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং প্রোটোটাইপ তৈরি না হওয়ায় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতে আরও কিছু বছর সময় লাগবে। পরিকল্পনা অনুযায়ী, এই উড়ন্ত ট্যাক্সি পরিষেবা বেঙ্গালুরুতে দুই থেকে তিন বছরের মধ্যে শুরু হতে পারে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *