শিরোনাম

গাজায় খাদ্য আমদানি বন্ধ করেছে ইসরায়েল

Views: 11

চন্দ্রদ্বীপ ডেস্ক: অবরুদ্ধ গাজায় খাদ্য আমদানির প্রক্রিয়া বন্ধ করেছে ইসরায়েল। এরসঙ্গে সংশ্লিষ্ট ১২ জন এ তথ্য জানিয়েছে। মূলত ১১ অক্টোবর থেকে ব্যবসায়ীরা ইসরায়েলি কর্তৃপক্ষের কেনো সাড়া পাচ্ছেন না। এসব ব্যবসীয়রা গাজা ও পশ্চিমতীরের জন্য খাদ্য আমদানি করে থাকেন। যার জন্য প্রয়োজন হয় ইসরায়েলের অনুমোদন।

ইসরায়েলের এমন পদক্ষেপের কারণে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খাদ্য আমদানি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এর আগে কখনো গাজায় বাণিজ্যিকভাবে খাদ্য আমদানি বন্ধ হয়নি।
খাদ্য সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট এমন দুইজন জানিয়েছেন, খাদ্য আমদানি থেকে রাজস্ব পাচ্ছে হামাস এমন ধারণার কারণেই ইসরায়েল বাণিজ্যিকভাবে খাদ্য আমদানি বন্ধ করেছে।

তবে হামাসের এক মুখপাত্র এমন অভিযোগ অস্বীকারে করেছেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *