মৃতরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শাওন (২৬) ও বরিশালের বানারীপাড়া উপজেলার পারভিন (৩৪)।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৮১ রোগী। এরমধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১১৩ জন, পটুয়াখালীতে ৯৫ জন, পিরোজপুরে ৭০ জন, ভোলায় ৩২ জন, বরগুনা ৬৩ জন ও ঝালকাঠিতে ৮ জন।
এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২০ হাজার ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮২৩ জন। এখনো বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ১১৫ জন।