পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট বন্ধে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে পৌর নিউমার্কেট এলাকায় কাঁচা বাজার, মাছ, মাংস ও ফলের বাজারে অভিযান চালানো হয়। এ সময় চার অসাধু ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগের ২ দিন আগে চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কমে প্রকাশিত ‘ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পটুয়াখালীবাসীর নাভিশ্বাস , শিরোনামের সংবাদে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। এরপর জেলা প্রশাসক মো. আবু হাসনাত মোহাম্মদ আরেফীনসহ টাস্কফোর্স কমিটি বাজার মনিটরিং করেন।
পটুয়াখালীবাসী এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকলে সিন্ডিকেটের সমস্যা সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।