চন্দ্রদ্বীপ নিউজ :: সবকিছু ঠিকঠাকই ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলার জন্য দলে ডাক পেয়েছেন। নিউইয়র্ক থেকে রওনা দিয়ে দুবাই পর্যন্ত চলে এসেছিলেন। তবে সেখানে ট্রানজিট নেওয়ার সময়ই সাকিবকে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয় সরকারের তরফ থেকে।
গতকাল সাকিব আল হাসান নিজেই জানান, দেশে ফিরছেন না তিনি। তবে দেশার ফেরার জন্য ভালো রকমের চেষ্টাই চালিয়ে গেছেন এই ক্রিকেটার। ফোন দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকেও। গতকাল রাতে বেসরকারি টিভি চ্যানেল আইয়ের একটি টক শো’তে উপস্থিত হয়ে আইন উপদেষ্টা নিজেই এই তথ্য জানান।
সাকিব আল হাসানের দেশের আসার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘সাকিব কিন্তু আমাকেও কয়েকবার ফোন করেছে, আমি তার সঙ্গে কথাও বলেছি। আমি বলেছি, ও যেন উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলে, এটা তো আমার ব্যাপার না।
সাকিবকে দেশে ফিরতে না দেওয়া দেশের ইমেজের জন্য ক্ষতিকর কি না এমন প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, ‘দেখুন, সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে আসেনাই। সাকিব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় মানুষ হয়ে থাকতে পারত। শুধু তো রাজনীতি না, এরকম একটা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্তি না। আমি না বিশ্বাস করতে পারি না, যখন মানুষ মরছে, ঘরে ঘরে কান্না ঘরে ঘরে ক্ষোভ ঘরে ঘরে কষ্ট তখন সাকিব একটা পোস্ট দিয়েছে ইনজয়িং মাই লাই কোন জায়গায় যেন, এটা সম্ভব কোনো একটা মানুষের পক্ষে?’
সাকিবের অন্যান্য আচরণের জন্যও শেখ হাসিনা সরকারের দুঃশাসনকে দায়ী করলেন আসিফ নজরুল, ‘এছাড়া (সাকিবের) জুয়া, বেটিং, উশৃঙ্খল আচরণ… আমার মনে হয় এটার জন্যও শেখ হাসিনা সরকার দায়ী। এমন একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করা হয়েছে, যেখানে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছা করতে পারেন। আপনার শাস্তি হবে না। এটা অনেক মানুষকে বিভ্রান্ত করে, তাকেও করেছে। মায়া লাগে। কিন্তু তার প্রতি মানুষ যে ক্ষোভ দেখায়, সেটি একটুও অযৌক্তিক লাগে না।’