চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া হঠাৎই বিয়ের সাজে হাজির হয়ে ভক্তদের মন জয় করেছেন। শুক্রবার ছুটির দিনটি কাজে লাগিয়ে ফেসবুক রিলস ভিডিওতে নিজের নতুন রূপে ধরা দিয়েছেন তিনি। লাল রঙের শাড়ি, ভারি গোল্ডেন গয়না ও মিষ্টি হাসিতে বিয়ের সাজে সজ্জিত নুসরাত ফারিয়া দেখেই ভক্তরা উচ্ছ্বসিত হয়ে পড়েন। ভিডিওটি শেয়ার করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
ভিডিওতে নুসরাত ফারিয়ার দুটি ভিন্ন সাজের ঝলক দেখা যায়। প্রথম সাজে তাকে লাল শাড়ি ও ভারি গয়নায় দেখা গেছে, যেখানে ফারিয়া বেশ জমকালোভাবে সেজেছেন। দ্বিতীয় সাজে তিনি কালো রঙের লেহেঙ্গায় সেজে ছিলেন, যা রূপালি কাজ করা ছিল, এবং সেই সাজেও তাকে অনন্যা লাগছিল।
এই রিলস ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে ভিকি কৌশল ও তৃপ্তি দিমড়ি অভিনীত হিন্দি সিনেমা ‘ব্যাড নিউজ’ এর জনপ্রিয় গান ‘জানাম’, যা ভিডিওটির আবেদন আরও বাড়িয়ে দিয়েছে। ভক্তদের অনেকেই ভিডিওর নিচে মন্তব্য করেছেন তার রূপ ও স্টাইল নিয়ে প্রশংসাসূচক কথা।
এই নতুন ফটোশুটের মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পর, তার রূপের প্রশংসায় মেতে উঠেছে নেটিজেনরা। নুসরাত ফারিয়ার এমন মুগ্ধকর সাজে অনুরাগীরা তাকে আরও বেশি ভালোবেসেছেন এবং তার নতুন কাজগুলো নিয়ে উদ্দীপনা প্রকাশ করছেন।