শিরোনাম

বাংলাদেশ স্মার্ট হচ্ছে সেনাবাহিনীকেও স্মার্ট হতে হবে: সেনা প্রধান

Views: 56

 

 

বরিশাল অফিস: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, , জাতিসংঘে এক নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ বাংলাদেশ। এটা সেনাবাহিনীর অনেক বড় অর্জন। যা আমাদের পেশাগতমানের একটা জ্বলজ্বল উদাহরণ। আমাদের এই অর্জনে খুশি হয়ে থেমে থাকলে হবেনা, আরও এগিয়ে যেতে হবে।

বরিশালের শেখ হাসিনা সেনানিবাসে সোমবার দুপুরে ১৫তলা  সেনা সদস্যদের পারিবারিক বাসস্থান সেনানীড়” উদ্বোধনকালে সেনা প্রধান বলেন, সারাবিশ্ব এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও এগিয়ে যেতে হবে। বাংলাদেশ স্মার্ট হচ্ছে সেই সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকেও স্মার্ট হতে হবে। ভবিষ্যতের টেকনোলজি, রণকৌশল ও বিশ্বপরিস্থিতিকে মাথায় রেখে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে।

একইদিন সেনা প্রধান স্টেশন অফিসার্স মেস-বি, ডিভিশন মডেল রুম, ডিভিশন সুইমিং পুল, গ্যারিসন মসজিদণ্ড৩ এর উদ্বোধণ ঘোষণা অনুষ্ঠানে আরও বলেন,  স্থাপনাগুলো তৈরির মাধ্যমে আপনাদের (সেনা সদস্যদের) জীবনযাত্রার মান আগের চেয়ে আরামদায়ক ও মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। উঁচু মনোবল থাকলে তখনই আপনারা সঠিক প্রশিক্ষণ করতে পারবেন এবং আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব হলো সেবা করা, বহিঃশত্রু থেকে দেশকে রক্ষা করা।

সেনা প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, আত্মত্যাগের মানসিকতা নিয়ে আমাদের সব সময় কাজ করতে হবে। কষ্ট করার জন্যই আমরা সেনাবাহিনীর এই চ্যালেঞ্জিং পেশা বেঁচে নিয়েছি। নিজেদের প্রস্তুত করে দেশ-বিদেশে সরকার কর্তৃক যেকোন দায়িত্ব সঠিকভাবে পালন করে মানুষের কাছে আমাদের নিজেদের ভাবমুর্তি উজ্জ্বল করতে সক্ষম হবো বলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি।

অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া, সেনাসদর ও বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবীর সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *