শিরোনাম

ভোটের বিনিময়ে বিয়ের ব্যবস্থা করার অনুরোধ বিধায়ককে

Views: 27

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ভারতের উত্তরপ্রদেশে একটি পেট্রল পাম্পে এক অদ্ভুত ঘটনায় পা রাখলেন স্থানীয় বিধায়ক (এমএলএ) ব্রিজভূষণ রাজপুত। গাড়ির ফুয়েল রিচার্জ করতে আসা এই বিধায়কের সঙ্গে পেট্রল পাম্পের কর্মী অখিলেন্দ্র খারে একটি মজার আবদার করে বসেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রল পাম্পের কর্মী বিধায়ককে বলেন, “নির্বাচনে আপনাকে ভোট দিয়েছি, তাই এবার বিয়ের ব্যবস্থা করে দিন।” এই আবদার শুনে হতভম্ব হয়ে যান রাজপুত।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। বিধায়ক নিজে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এই ঘটনার কথা শেয়ার করেন। ৪৪ বছর বয়সি অখিলেন্দ্র খারে অকপটে বিধায়ককে বিয়ের ব্যবস্থা করার অনুরোধ জানায় যখন তিনি পেট্রল পাম্পে তেল ভরাতে থামেন।

এই মজার ঘটনাটি জনসাধারণের মধ্যে হাস্যরসের সৃষ্টি করেছে এবং এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বিধায়কের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি, তবে পরিস্থিতির সুনির্দিষ্টতা অনেকের কাছেই হাস্যকর মনে হয়েছে।

**ট্যাগ:** ব্রিজভূষণ রাজপুত, বিয়ের ব্যবস্থা, ভোট, উত্তরপ্রদেশ, পেট্রল পাম্প, অখিলেন্দ্র খারে, সামাজিক যোগাযোগমাধ্যম, হাস্যরস, ভারত, নির্বাচনী রাজনীতি, এমএলএ, ভাইরাল ভিডিও, নির্বাচনে ভোট, প্রাসঙ্গিক ঘটনা, স্থানীয় রাজনীতি

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *