শিরোনাম

উইন্ডিজদের বিদায় করে বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড

Views: 14

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০১৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আরও একটি সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। সেবারের মতো ২০২৪ বিশ্বকাপেও লড়াই হয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে ৮ বছর আগের বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবীয়দের হারিয়ে এবার প্রতিশোধটা পূর্ণ করল কিউই মেয়েরা। তারা ১২৮ রানের লো স্কোরিং ম্যাচেও রোমাঞ্চ ছড়িয়ে উইন্ডিজদের বিদায় করলো ৮ রানে হারিয়ে।

শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় সেমিফাইনালের প্রথম ইনিংসে নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউইদের চেপে ধরে উইন্ডিজরা। ফলে আগে ব্যাট করতে নেমে সোফি ডিভাইনের নিউজিল্যান্ড কোনোমতে ১২৮ সংগ্রহ করতে সক্ষম হয়। তবে সেই রানকেও যথেষ্ট প্রমাণ করেছেন কিউই বোলাররা। যা তাদের ২০১০ সালের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুলে দিলো। প্রথম দুই আসরেই ফাইনাল খেলা কিউইদের স্বপ্নভঙ্গ হয়েছিল দু’বারই।

এদিন দ্বিতীয় সেমিফাইনালে উইন্ডিজ মেয়েদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুতে গোছানো ক্রিকেট খেলে নিউজিল্যান্ড। ৪৮ রানে ওপেনিং জুটি ভাঙতেই অল্প সময়ে তারা তিন উইকেট হারিয়ে বসে। এরই মাঝে দুই ওপেনার সুজি বেটস ২৬, জর্জিয়া ফ্লিমার ৩৩ ও অ্যামেলিয়া কের মাত্র ৭ রান করে আউট হয়েছেন। শেষদিকে ব্রুক হ্যালিডে (১৮) ও ইসাবেলা গেজরা (২০) ঝড় তোলার চেষ্টা করেও সেটি বড় করতে পারেননি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *