চন্দ্রদ্বীপ ডেস্ক ::কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘মালো মা’ গেয়ে সবার মনে স্থান করে নেওয়া শিল্পী সাগর দেওয়ান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্ত্রী ফারিয়া ইসলাম মাহিন, যিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে প্রবাসী। তারা গত ২৫ জুন বিয়ে করেছেন।
শিল্পী সাগর দেওয়ান জানান, মাহিন বর্তমানে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন এবং তিনি ওই দেশের নাগরিক। সাগর বলেন, “দুই বছর আগে কাজের সূত্রে আমাদের পরিচয় হয়। এরপর ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং আমরা বিয়ে করি। শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবো।”
এই বছরের শুরুতে সাগর দেওয়ান ‘মালো মা’ গানটি কোক স্টুডিও বাংলা থেকে প্রকাশ করেন। গানটির সুরকার প্রীতম হাসান এবং গীতিকার খালেক দেওয়ান। এই গানের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
এছাড়া, সাগর দেওয়ান রাখাল সবুজ পরিচালিত ‘পুলসিরাত’ সিনেমাতে ‘সুখ সিথানের বাতি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন।