চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ ব্যাংক রিজার্ভে কোন অর্থ খরচ না করে, গত দুই মাসে ১.৫ বিলিয়ন ডলার দেনা পরিশোধ করেছে। ফলে, দেশের তেল, গ্যাস ও সার আমদানিতে অনিশ্চয়তা কমতে শুরু করেছে। গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে সব দেনা মেটানোর পরিকল্পনা রয়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।
জ্বালানি তেল, গ্যাস ও কয়লাসহ পেট্রোলিয়াম পণ্যের জন্য বাংলাদেশ বিভিন্ন উৎস থেকে প্রায় ৯ বিলিয়ন ডলার ব্যয় করে। তবে, গত দুই বছর ধরে ডলার সংকটের কারণে বকেয়া তৈরি হয়। আদানি, কাফকো, শেভরনসহ বিদেশি প্রতিষ্ঠানের কাছে সরকারের প্রায় ২.৫ বিলিয়ন ডলার অনাদায়ী ছিল। এর মধ্যে ১.৫ বিলিয়ন ডলার পরিশোধের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক পরিস্থিতি উন্নত করার চেষ্টা করছে।
গভর্নর বলেন, “বর্তমানে ৭০০ মিলিয়ন ডলারের অনাদায়ী বকেয়া রয়েছে, যা আগামী দুই মাসের মধ্যে শূন্যে নামিয়ে আনবো। এতে করে বাজারে অর্থের সরবরাহ বৃদ্ধি পাবে।”
বাংলাদেশ ব্যাংক আরও প্রায় ১০ বিলিয়ন ডলার ঋণ সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে। তবে ১০৩ বিলিয়ন ডলারের বিদেশি ঋণ ও পরিশোধের চাপ নিয়ে গভর্নর কিছুটা চিন্তিত। তিনি বলেন, “অবস্থা সামাল দিতে অন্তত এক বছর ধৈর্য ধরতে হবে।”
গভর্নর এ সময় শ্রম অসন্তোষের কারণে রপ্তানি কমে যাওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করেন।