বরিশাল অফিস :: বরিশাল জেলায় মাদক বিক্রেতাদের পুরোনো তালিকা যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে নতুন তালিকা করে অ্যাকশনে যাবে পুলিশ জানিয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন।
শনিবার (১৯ অক্টোবর) বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।
পুলিশ সুপার বলেন, গত এক বছরে বরিশাল জেলায় ৪ হাজার ২২৫ জন মাদক বিক্রেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
তবে এসব মামলার আসামিদের কী অবস্থা বা নতুন করে মাদক বিক্রি কারা করছে এ সব বিষয়ে তথ্য নেয়ার জন্য প্রতিটি থানায় নির্দেশ দেয়া হয়েছে। সে অনুযায়ী আপডেট তালিকা তৈরি হচ্ছে। তালিকা তৈরি শেষ হলে আইনগত সকল বিষয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সুপার এসময় আরো বলেন, অনেক সময় আমরা শুধুমাত্র মাদক বহনকারীদের বিরুদ্ধে মামলা দেই।
কিন্তু এর গডফাদারদের বিষয় কোন তথ্য থাকে না। আমরা এবার এই তালিকায় গডফাদার থেকে শুরু করে যারা মাদক বহন করে এবং মজুদ করে তাদের সবাই কে এই তালিকায় নিয়ে আসবো। অনেক সময় দেখা যায় এসব লোকরা সমাজে প্রভাবশালী।
তিনি বলেন, এর আগে আমরা দেখেছি রাজনৈতিক কোন পাতি নেতার ছত্র ছায়ায় এসব মাদকের ব্যবসা চলে।
পুলিশ, সাংবাদিক, পাতি নেতারা এখান থেকে অর্থ নেয়। আমরা এই জরিপে সকল বিষয়কে অন্তর্ভুক্ত করব, যাতে করে মাদকের বিস্তার রোধ করা যায়।
বরিশালের সীমান্তবর্তী এলাকা ও নৌপথে মাদক চলাচলের বিরুদ্ধে ইতিমধ্যে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে জনগণ সচেতন হলে অর্থাৎ আমরা যদি নিজেরাই নিজেদের পুলিশিং করি তাহলে এর সমাধান সম্ভব বলেও জানান এই পুলিশ সুপার।
মতবিনিময় সভায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাসহ জাতীয়, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।