চন্দ্রদ্বীপ ডেস্ক :: সম্প্রতি মুক্তি পাওয়া বলিউডের সিনেমা ‘স্ত্রী ২’-এর জনপ্রিয় গান ‘আজ কি রাত’ দিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। কিন্তু তার এই সাফল্যের মধ্যেই তার নাম জড়িয়েছে একটি আর্থিক কেলেঙ্কারির মামলায়। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে তলব করেছে এই মামলায়।
গতকাল, মুম্বাইয়ের গুয়াহাটিতে ইডি দপ্তরে হাজির হন তামান্না। সূত্র মতে, এইচপিজেড টোকেন মোবাইল অ্যাপের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রায় ৮ ঘণ্টা ধরে চলা এই জিজ্ঞাসাবাদে অভিনেত্রীর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, তামান্না ওই মোবাইল অ্যাপের প্রচারের কাজে যুক্ত ছিলেন এবং একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে, তাকে একটি অবৈধ মোবাইল স্ট্রিমিং অ্যাপের সঙ্গে সম্পর্কিত অভিযোগে মহারাষ্ট্রের সাইবার সেলের পক্ষেও তলব করা হয়েছিল।
এছাড়া, ‘ফায়ার প্লে’ নামে একটি অবৈধ স্ট্রিমিং অ্যাপ সম্প্রতি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এটি ব্যবহার করে মাসিক কোনও টাকা ছাড়াই মাত্র ৫০০ টাকায় বিভিন্ন জনপ্রিয় সিরিজ ও সিনেমা দেখা যায়, যার মধ্যে আইপিএলও অন্তর্ভুক্ত ছিল। এই বিষয়টি প্রচার করতে গিয়ে তামান্না বিপাকে পড়েছেন।
অন্যদিকে, আগস্টে তামান্নার দুটি ছবি মুক্তি পায়—‘স্ত্রী ২’ ও ‘বেদা’। তার মধ্যে ‘স্ত্রী ২’ ছবিতে আইটেম নাচের জন্য বিশেষভাবে পরিচিতি পান তিনি।