চন্দ্রদ্বীপ ডেস্ক :: নিজের অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি তিনি সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে হানিফ সংকেতের অনুষ্ঠানে গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন। এবার তিনি ইংরেজি গান ‘জেলাসি’ গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন।
ফারিণ ল্যাব্রিন্থের ‘জেলাসি’ গানটির একটি ভিডিও শেয়ার করেছেন ফেসবুকে। ভিডিওটি প্রকাশের পর কিছু ভক্ত কটাক্ষ করে মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেছেন, “হেতে আবার বিদেশ বেশি যায় তো মনে হয় বিদেশি ডোজ পরছে, তাই আজকাল বাংলা গান ছেড়ে বিদেশি গান গায়।” অন্য একজন লিখেছেন, “আমরা বাংলাদেশের মানুষ, ইংরেজি গান বুঝি না, দয়া করে বাংলাতে গান গায়বেন।”
কিছু মন্তব্যকারী তার ইংরেজি গায়কি নিয়ে সমালোচনা করলেও, অনেকেই তার গায়কি প্রশংসাও করেছেন। তানজিনা আক্তার নামের একজন ভক্ত মন্তব্য করেছেন, “যথেষ্ট সুন্দর হয়েছে আপু।”
ফারিণের এই অভিজ্ঞতা প্রমাণ করে যে, গায়কীর পাশাপাশি ভক্তদের প্রত্যাশা মেটানোও কতটা গুরুত্বপূর্ণ।