চন্দ্রদ্বীপ ডেস্ক :: আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের হয়ে ট্রাম্পের বিপক্ষে প্রচারণায় মাঠে নেমেছেন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি বিল ক্লিনটন।
বারাক ওবামার পর বিল ক্লিনটন প্রচারণী মাঠে নেমে ‘স্যুইং স্টেট’ হিসেবে চিহ্নিত ৭ স্টেটে সভা-সমাবেশ করছেন। এই স্টেটগুলো হলো জর্জিয়া, আরিজোনা, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারলিনা, পেনসিলভেনিয়া এবং উইসকনসিন।
জর্জিয়া থেকে কমলার বিজয় ত্বরান্বিত করতে বিল ক্লিনটনের সঙ্গে নেমেছেন ওবামাও। যুক্তরাষ্ট্রে নারী নেতৃত্বে আগ্রহী নন বহু ভোটার। এমন মনোভাবাপন্নদের অনুধাবনে আরও সক্ষম করতে ইতিহাসের আলোকে বক্তব্য দিচ্ছেন এই দুই সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
এছাড়াও তাদের ভাষ্যমতে, আমেরিকার মানবিক মূল্যবোধ ধ্বংস হবে যদি ট্রাম্পের মতো গোঁয়ার্তুমি করা প্রেসিডেন্ট পুনরায় ক্ষমতায় আসেন।
যদিও গাজা পরিস্থিতি নিয়ে জো বাইডেনের ভূমিকার কারণে এবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের চিরচেনা ভোট ব্যাংকে ফাটল ধরেছে বলে অনুমান করা হচ্ছে। মুসলিম আমেরিকানদের সাথে নতুন প্রজন্মের বড় একটি অংশ কমলার মতো ট্রাম্পকেও বর্জনের পক্ষে অনড় রয়েছে বলেও জানা গেছে। অর্থাৎ তারা এই দু’প্রার্থীর কাউকে ভোট দেবেন না বলে ঘোষণা দিয়েছেন। এই মনোভাব অব্যাহত থাকলে ট্রাম্পের বিজয়ের সম্ভাবনা প্রবল হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ মুসলিম আমেরিকান ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভোটারের সিংহভাগই ডেমোক্র্যাট।
উল্লেখ্য, বিভিন্ন জরিপে স্পষ্ট হয়েছে যে যুক্তরাষ্ট্রের স্বল্প শিক্ষিত, কৃষ্ণাঙ্গ এবং প্রত্যন্ত অঞ্চলের শ্বেতাঙ্গ ভোটাররা এখনো কমলা হ্যারিসের ব্যাপারে সন্দিহান। যদিও কমলার পক্ষে প্রচারণা চালানো সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন জর্জিয়ায় তার ক্যাম্পেইন শুরু দিনে ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন ব্যালট যুদ্ধে অবতীর্ণ হতে।