শিরোনাম

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

Views: 23

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ার সিক্সলেন সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম পাঁচদিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মারা গেছেন। শনিবার (১৯ অক্টোবর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই মজিবর রহমান।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ১৫ অক্টোবর দুপুরে আমতলীর বান্দ্রা থেকে কলাপাড়া আসার পথে যাত্রীবাহী বাস ‘রুদ্র তূর্য’ অটোরিকশাটিকে সিক্সলেন সড়কে ধাক্কা দেয়। এতে অটোরিকশার আট যাত্রী আহত হন, এবং রফিকুল ইসলাম গুরুতর আহত হন। তাকে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি ঘটলে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কলাপাড়া থানা পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনার বিষয়ে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *