চন্দ্রদ্বীপ ডেস্ক :: বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি নিজের হত্যা ষড়যন্ত্র সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছেন। চলতি বছরের এপ্রিল মাসে তার বাড়িতে গুলি ছোড়ার ঘটনার পর থেকেই সালমানের জীবন হুমকির মধ্যে রয়েছে। এবার ‘বিগ বস’ শোতে সঞ্চালনার সময় সালমান নিজেই এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। লরেন্স বিষ্ণোই গ্যাং তাকে হুমকি দিয়ে বলেছে, শত্রুতা শেষ করতে ৫ কোটি রুপি লাগবে, না দিলে তার অবস্থা মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে।
মুম্বাই পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে একজন পাকিস্তান-ভিত্তিক হ্যান্ডলারের সাথে যোগাযোগ করেছিল। অভিযোগ রয়েছে, তারা সালমান খানকে হত্যার জন্য একে সিরিজের অ্যাসল্ট রাইফেল ব্যবহারের পরিকল্পনা করেছিল।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মূল নেতা বিষ্ণোই বর্তমানে গুজরাটের একটি কারাগারে বন্দী রয়েছেন, কিন্তু তার গ্যাং নিয়মিত ব্যবসায়ীদের থেকে মুক্তিপণ আদায় করে বলে অভিযোগ রয়েছে। সালমান খানের বিরুদ্ধে বিষ্ণোইর ক্রোধের মূল কারণ ১৯৯৮ সালে কৃষ্ণ হরিণ শিকারের মামলা, যেটি বিষ্ণোই সম্প্রদায়ের কাছে পবিত্র বলে বিবেচিত।