শিরোনাম

অহনার অভিনয় ছাড়ার ইঙ্গিত: অন্যদিকে মনোযোগ দিতে চান

Views: 21

চন্দ্রদ্বীপ ডেস্ক :: অভিনেত্রী অহনা রহমান সম্প্রতি অভিনয় ছেড়ে অন্য কিছুতে মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন। মগবাজারের একটি রেস্তোরাঁয় আয়োজিত গেট-টুগেদার অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। তার অভিনীত নাটক ‘প্রবাসীর স্ত্রী’ পাঁচ মিলিয়ন ভিউ অতিক্রম করায় এই উদযাপনটি হয়। অহনা জানান, তিনি আর দীর্ঘদিন অভিনয়ে থাকতে চান না এবং নতুন কিছুতে মনোযোগ দিতে চান।

অহনা বলেন, ‘‘শুরু থেকে যদি শুরু করতে হয় আমি আর কখনোই অহনা রহমান হতে চাইব না। আমি আর বেশিদিন অভিনয় করব না।’’ তিনি আরও যোগ করেন, ‘‘ভালো ভালো অভিনেতারা আসছেন, তাদের কাজ করা উচিত।’’

‘প্রবাসীর স্ত্রী’ নাটকে অহনাকে একজন প্রবাসীর স্ত্রীর চরিত্রে দেখা যায়। নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম এবং এতে অহনা ছাড়াও অভিনয় করেছেন রত্না খান, তানভীর মাসুদ, সৈয়দ শিপুল প্রমুখ।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *