চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশের টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্ট্যাটাসে সাবা সম্প্রতি মারা যাওয়া সঙ্গীতশিল্পী মনি কিশোরকে স্মরণ করেন এবং বর্তমান শিল্পীদের সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন।
সাবা উল্লেখ করেন, “মনি কিশোর নামে একজন গায়ক মারা গেছেন। তার গানগুলো শুনে বড় হয়েছি। তবে কখনোই তার বেঁচে থাকা বা কোথাও থাকা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়নি। গুণী শিল্পীদের মতো সুযোগ-সুবিধা পাওয়ার জন্য কখনোই তিনি চেয়েছেন বলেও আমার জানা নেই। এটি ভালো যে তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন।”
এছাড়া সাবা আরও বলেন, “যদি তিনি সবার সামনে থাকতেন, তাহলে অনেক অযোগ্য শিল্পীর জন্য তিনি এক ধরনের হুমকি হয়ে উঠতেন। কারণ, অনেকেই তখন প্রশ্ন করতেন, ‘ও কি শিল্পী হওয়ার যোগ্য?’ এক বা দুইটা গান গেয়ে যিনি জনপ্রিয়তা অর্জন করেন, সেই ব্যক্তি আসলে নিজের শিল্পী পরিচয়কে বিক্রি করেন।”
তবে সাবা এর পর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “কিছুদিন আগে আমি পড়েছিলাম, কীভাবে অপ্রতুল দ্বীপে বড় মাংসাশী প্রাণীরা সাইজে ছোট হতে থাকে এবং কীভাবে ছোট প্রাণী যেমন টিকটিকি ও গিরগিটি সাইজে বড় হতে থাকে। আমাদের দেশে কিছু মাথামোটা মানুষের জন্য কিভাবে তারা সবাই জাতীয় পণ্ডিতে পরিণত হয়, সেটিও এক রহস্য।”
সবশেষে সাবা ডিজিটাল যুগের প্রভাব নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “বর্তমান সময়ে ভুলভাল কাজ করে কিংবা সেলিব্রেটিদের সাথে পিআর বাড়িয়ে নিজেদেরকে সেলিব্রেটি ভাবলে আপনি কি সত্যিকার অর্থে শিল্পী হয়ে উঠলেন? নিজেকে আয়নার সামনে দাঁড় করান এবং সত্যিকারের প্রশ্ন করুন। মাথা এবং আয়না পরিষ্কার থাকলে আপনি প্রকৃত সত্য দেখতে পাবেন, নাহলে কিছুই দেখতে পাবেন না।”
প্রসঙ্গত, সোহানা সাবা ২০০৪ সালে প্রয়াত অভিনেত্রী ও নির্মাতা কবরীর ‘আয়না’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। তিনি ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’, এবং ‘ষড়রিপু’ এর মতো সিনেমায় কাজ করে দর্শকের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।