চন্দ্রদ্বীপ ডেস্ক :: নাসা চাঁদে বর্জ্য ব্যবস্থাপনার উন্নত উপায় খুঁজতে ‘লুনা রিসাইকেল চ্যালেঞ্জ’ নামে একটি প্রতিযোগিতা শুরু করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কাছ থেকে মহাকাশে তৈরি হওয়া বর্জ্য কমানোর এবং পুনর্ব্যবহারের উদ্ভাবনী সমাধান চাওয়া হয়েছে।
প্রথম পর্বে প্রতিযোগীরা ৩৬৫ দিনের একটি কল্পিত মিশনের সমস্যার সমাধান দেবেন। অংশগ্রহণকারীদের ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে তাদের ধারণা জমা দিতে হবে। বিজয়ী পাবে ৬ লাখ ডলার পুরস্কার। দ্বিতীয় পর্বে কার্যকর সমাধান তৈরি করতে সেরা দলগুলোকে আরও বড় পুরস্কার দেওয়া হবে।
নাসা আশা করছে, মহাকাশে বর্জ্য ব্যবস্থাপনার নতুন উপায় পৃথিবীতেও পরিবেশবান্ধব সমাধান খুঁজে পেতে সহায়তা করবে।