Views: 18
চন্দ্রদ্বীপ ডেস্ক :: ইউরোপের একদল বিজ্ঞানী আইসল্যান্ডের ক্রাফলা আগ্নেয়গিরির ম্যাগমা চেম্বার খনন করে একটি ম্যাগমা অবজারভেটরি তৈরি করার পরিকল্পনা করেছেন। তাদের লক্ষ্য হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকির পূর্বাভাস ও ভূতাপীয় শক্তি ব্যবহারের নতুন উপায় খুঁজে বের করা।
এই গবেষণা মাটির প্রায় ২.১ কিলোমিটার গভীরে একটি বিশেষ অবজারভেটরি স্থাপনের মাধ্যমে শুরু হবে, যা ২০২৭ সালে কার্যকর হবে। বিজ্ঞানীরা ম্যাগমার মধ্য দিয়ে পৃথিবীর স্পন্দন শুনতে চাচ্ছেন, যা ভবিষ্যতে আগ্নেয়গিরির কার্যকলাপ সম্পর্কে আগাম তথ্য দেবে। এর ফলে ভূতাপীয় শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হবে।