শিরোনাম

জার্মানিতে অভিবাসীদের জন্য জার্মান শেখা কতটা গুরুত্বপূর্ণ

Views: 15

জার্মানিতে অভিবাসীদের জন্য সব ক্ষেত্রেই জার্মান ভাষা শেখা বাধ্যতামূলক না হলেও অনেক পেশার জন্য এটি প্রয়োজনীয়। যেমন, গণপরিবহন চালানোর ক্ষেত্রে ভাষা জ্ঞান অপরিহার্য। শ্রীলঙ্কার বাসচালক দুলাজ মাধুশান এ সমস্যার মুখোমুখি হন। যদিও তিনি নিজের দেশের ড্রাইভিং লাইসেন্স থাকলেও ভাষাগত দুর্বলতার কারণে বার্লিনে কাজ পাচ্ছেন না।

এ বিষয়ে ভাষাবিদরা মনে করেন, বহু কর্মস্থলে ইংরেজি ভাষায় কাজ চালানো গেলেও, অনেক সময় ভাষা শেখা জরুরি হয়ে পড়ে। বিশেষত, সরকারি কোর্সগুলোর দীর্ঘ সময়সীমা এবং কাজের সঙ্গে সমন্বয় করা বেশ কঠিন হয়ে দাঁড়ায় অভিবাসীদের জন্য। তবুও, জার্মানি ধীরে ধীরে একটি বহুভাষিক সমাজ হয়ে উঠছে, যা অভিবাসীদের জন্য ইতিবাচক একটি দিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *