চন্দ্রদ্বীপ ডেস্ক :: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি জোরদার করতে আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি তাইওয়ান অঞ্চলে চীনের বড় ধরনের সামরিক মহড়ার পর তিনি এই নির্দেশ দেন।
গত বৃহস্পতিবার চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সি জানান, সামরিক বাহিনীর প্রশিক্ষণ এবং যুদ্ধ প্রস্তুতির ওপর গুরুত্ব দিতে হবে। তিনি সৈন্যদের যুদ্ধের সক্ষমতা নিশ্চিত করার এবং কৌশলগত প্রতিবন্ধকতা দূর করার নির্দেশনা দেন। এই নির্দেশের মাধ্যমে চীন তাদের সামরিক সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে, যা অঞ্চলটির জন্য একটি নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে।
সাম্প্রতিক সময়ে তাইওয়ানকে কেন্দ্র করে চীনের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। সি চিন পিংয়ের এই নির্দেশনা সমগ্র অঞ্চলে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।