শিরোনাম

দক্ষিন আফ্রিকার বিপক্ষে ১০৬ রানে অলআউট বাংলাদেশ

Views: 25

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ভারত সফরের ব্যর্থতা ভুলে নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামা বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার দাবি ছিল, চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হবে। তবে তার দল প্রথম ঘণ্টাতেই সেই চ্যালেঞ্জের মুখোমুখি হলো।

বাংলাদেশের ইনিংসের শুরুতেই সাদমান ইসলাম একটি অপ্রয়োজনীয় শট খেলে শূন্য রানে সাজঘরে ফিরে যান। এরপর মুমিনুল হকের ইনিংসটি ছিল রোমাঞ্চকর, কিন্তু তিনি ৬ বলে ৭ রান করতেই আউট হয়ে যান। অধিনায়ক শান্তও দলের হাল ধরতে ব্যর্থ হন এবং ৭ রান করে ক্যাচ দেন।

অভিজ্ঞ উইকেটকিপার মুশফিকুর রহিম ২০ বলে ১১ রান করে ফিরলে রাবাদার টেস্ট ক্যারিয়ারের তিনশ উইকেট পূর্ণ হয়। বাংলাদেশের প্রথম চার উইকেট পতন ঘটেছিল মধ্যাহ্নভোজের আগে, যেখানে লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজও দ্রুত আউট হন।

অবশেষে, বাংলাদেশের ইনিংসটি শেষ হয় ১০৬ রানে, যেখানে দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে রাবাদা, মুল্ডার এবং মহারাজ প্রতিটি ৩টি করে উইকেট লাভ করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *