পটুয়াখালী প্রতিনিধি :: পূর্বমধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরের তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপটি ঘূর্ণিঝড় হলে তার নাম হবে ‘ডানা’, যা কাতার থেকে দেওয়া হয়েছে।
কানাডার সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, লঘুচাপটি মঙ্গলবার নিম্নচাপে পরিণত হয়ে বুধবারের মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ডানা সৃষ্টি হওয়ার আশংকা ৯০ থেকে ১০০ শতাংশ। এটি ২৩-২৪ অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বরিশাল ও খুলনা উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পটুয়াখালী জেলা সহো দেশের কিছু এলাকায় সাময়িক বৃষ্টি হতে পারে। তবে লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার বিষয়ে এখনও সতর্কতা জারি হয়নি।
**ট্যাগ:** লঘুচাপ, ঘূর্ণিঝড় ডানা, আবহাওয়া পূর্বাভাস, বঙ্গোপসাগর, খুলনা, চট্টগ্রাম, বৃষ্টি, ঝড়