বরিশাল অফিস :: পূর্ব বিরোধের জেরধরে মা ও মেয়েকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুত্বর জখম করা হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা এগারোটার দিকে জেলার গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামে।
আহতরা হলেন-ওই গ্রামের সালাম বেপারীর স্ত্রী মাহফুজা বেগম (৬০) ও তাদের মেয়ে সাদিয়া ইসলাম (২৭)। হাসপাতালে চিকিৎসাধীন সাদিয়া ইসলাম অভিযোগ করে বলেন, স্কুলে পড়াকালীন সময় থেকে বাড়ির পার্শ্ববর্তী চাচাতো ভাই রায়হান বেপারী আমাকে উত্যক্ত করে আসছে।
রায়হানের ভয়ে পরিবারের সদস্যরা আমাকে দ্ররুত বিয়ে দিতে বাধ্য হয়। সেই থেকে তাদের সাথে আমাদের পরিবারের বিরোধ চলে আসছে। এছাড়াও গত কয়েকদিন যাবত জমির গাছ কাটা নিয়ে রায়হানদের সাথে বিরোধ চলে আসছিলো। সোমবার বেলা এগারোটার দিকে রায়হান তার ভাই রাশেদ, আসাদ ও আহাদ বেপারী দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় হত্যার উদ্দেশ্যে আমাকে (সাদিয়া) কুপিয়ে গুরুত্বর জখম করে। হামলাকারীরা আমরা মা মাহফুজা বেগমকেও পিটিয়ে গুরুত্বর আহত করে।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও নাম্বার বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত রায়হান বেপারীকে গ্রেপ্তার করেছে।