শিরোনাম

১৯ দিনে এলো ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

Views: 23

চন্দ্রদ্বীপ ডেস্ক :: অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে দেশে বৈধ পথে ১৫৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার (১.৫৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ৩৯২ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, দৈনিক গড়ে ৮ কোটি ডলার বা ৯৬৮ কোটি টাকা রেমিট্যান্স এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ কোটি ডলার, একটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৮১ লাখ ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৫ কোটি ডলার এসেছে। এছাড়া, বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ লাখ ১০ হাজার ডলার এসেছে।

তবে উল্লেখযোগ্যভাবে, ১১টি ব্যাংকে প্রবাসীরা কোনো রেমিট্যান্স পাঠাননি। এর মধ্যে রয়েছে বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংকসহ আরও কয়েকটি বেসরকারি এবং বিদেশি ব্যাংক।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্সের আগমন আরও আশাব্যঞ্জক ছিল, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে মাসে মাসে বাড়তি রেমিট্যান্স দেখা গেছে। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড তৈরি হয়েছিল ২০২০-২১ অর্থবছরে, যখন প্রবাসীরা দুই হাজার ৪৭৭ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *