চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সব ধরনের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। আজ সোমবার সিআইসি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের চিঠি দিয়ে এ নির্দেশনা দেয়, যাতে পুনরায় আদেশ না আসা পর্যন্ত তাঁর হিসাব জব্দ রাখা হয়।
হারুন অর রশীদের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছেন তাঁর স্ত্রী, মা, দুই ভাই এবং শ্বশুরসহ আত্মীয়। এনবিআর সূত্রে জানা গেছে, তাঁদের কর ফাঁকির অভিযোগে তদন্ত চলছে এবং সম্পদের তথ্য খতিয়ে দেখা হবে। যদি কর ফাঁকির প্রমাণ মেলে, তবে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া দেশের শীর্ষ ছয় ব্যবসায়ীর কর ফাঁকির অনুসন্ধানে নামা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, এস আলম গ্রুপের সাইফুল আলম মাসুদ, বসুন্ধরা গ্রুপের আহমেদ আকবর সোবহানসহ অন্য ব্যবসায়ীরা।