শিরোনাম

মিয়ানমার থেকে ৬০০ টন পেঁয়াজ আসলো টেকনাফে

Views: 17

চন্দ্রদ্বীপ ডেস্ক :: মিয়ানমার থেকে আরও ৬০০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে। সোমবার বিকেলে ইয়াঙ্গুন বন্দর থেকে ছেড়ে আসা দুটি কার্গো ট্রলারে পেঁয়াজসহ অন্যান্য পণ্য পৌঁছেছে টেকনাফে। এ তথ্য নিশ্চিত করেছেন ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফের ব্যবস্থাপক সৈয়দ মো. আনোয়ার হোসেন।

ব্যবসায়ীরা জানিয়েছেন, মিয়ানমার থেকে আমদানিকৃত পেঁয়াজের প্রতি কেজির দাম ৭৮ টাকা, যা পরিবহন খরচসহ ৮৬ থেকে ৯০ টাকায় বিক্রি করা হবে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ পেঁয়াজের আমদানি হয়েছিল। এরপর মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে আমদানি বন্ধ ছিল।

টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সূত্র জানায়, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে দীর্ঘদিন ধরে সীমান্ত বাণিজ্যে অচলাবস্থা চলছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আরও দুই হাজার টনের বেশি পেঁয়াজ আমদানির পরিকল্পনা রয়েছে।

পণ্য খালাসে শ্রমিকরা ব্যস্ত থাকলেও, দীর্ঘদিন সীমান্ত বাণিজ্যে অচলাবস্থার কারণে শ্রমিকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় শ্রমিকনেতা আলী আজগর মাঝি বলেন, বাণিজ্য পুনরায় শুরু হওয়ায় শ্রমিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *