চন্দ্রদ্বীপ ডেস্ক :: দেশের আলোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি সংগীতশিল্পী আসিফ আকবরকে সাহসী বলে আখ্যা দিয়েছেন এবং তার প্রতি সম্মান প্রদর্শন করেছেন। এক ফেসবুক পোস্টে জয় লিখেছেন, “আমি ভীতু, আসিফ ভাই সাহসী। এ জন্যই চিরকাল আসিফ ভাই আমার চেয়ে অনেক বেশি সম্মান প্রাপ্য।”
জয়ের এই মন্তব্যটি আসিফ আকবরের একটি ভিডিওকে ঘিরে, যা সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, আসিফ তার ছেলেকে নিয়ে ছাত্র আন্দোলনের সমর্থনে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হন এবং ছাত্র হত্যার প্রতিবাদ করেন। আসিফের সাহসিকতায় মুগ্ধ হয়ে জয় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্যালুট করেন।
উল্লেখ্য, জয় বিভিন্ন সময় বিতর্কের মুখোমুখি হয়েছেন, বিশেষ করে প্লটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লেখার ঘটনায়। এদিকে আসিফ আকবর শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে জনসমর্থন অর্জন করেন।