চন্দ্রদ্বীপ ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর এবার তার পদত্যাগপত্র নিয়ে দেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সম্প্রতি বলেছেন যে, শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। এই বিষয়ে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী একটি ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন, যেখানে তিনি লিখেছেন, “খুনীর পদত্যাগপত্র লিপিবদ্ধ আছে শহীদের কবরফলকে।”
পোস্টটি নিয়ে আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। অনেকে মন্তব্য করছেন, “অবৈধ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে জল ঘোলা কারীদের শনাক্ত করা সহজ!”
প্রসঙ্গত, শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরেও তার পদত্যাগপত্রের বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো বাস্তব প্রয়োজন নেই, কারণ জনগণের অভ্যুত্থানের মাধ্যমেই তাকে উৎখাত করা হয়েছে।