শিরোনাম

শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে রাষ্ট্রপতির বক্তব্য জানালেন মতিউর রহমান চৌধুরী

Views: 24

চন্দ্রদ্বীপ ডেস্ক  :: শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে চলছে তীব্র আলোচনা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে এ বিষয়ে কোনো পদত্যাগপত্র নেই বলে জানা যাওয়ার পর থেকেই এই আলোচনা শুরু হয়।

সাপ্তাহিক ‘জনতার চোখ’ প্রকাশনায় সাংবাদিক মতিউর রহমান চৌধুরী জানান, তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র সম্পর্কে জানতে চেয়েছিলেন। রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী, তার কাছে কোনো হার্ডকপি নেই।

মতিউর রহমান চৌধুরী বলেন, তিনি রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন একটি বই লেখার কাজের জন্য। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের কপি অনেক জায়গায় খোঁজা হয়েছে, কিন্তু সেগুলি পাওয়া যায়নি। তাই তিনি রাষ্ট্রপতির কাছে বিষয়টি জানতে গিয়েছিলেন এবং ঘণ্টাখানেক কথা বলেছেন।

এদিকে, সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বলেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন কি না, এ বিষয়ে আইনজীবীরা ভালো বলতে পারবেন। তবে, তিনি এ বিষয়ে বিতর্কে জড়াতে চান না, বলেই তিনি মনে করেন হার্ডকপি দেখালে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

তিনি আরও জানান, যদি রাষ্ট্রপতি কিংবা স্পিকার না থাকেন, তবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন ড. মুহাম্মদ ইউনুস অথবা জাতীয় সরকারের মতো একটি সরকার গঠন করা হতে পারে। মতিউর রহমান চৌধুরী বলেছেন, জাতীয় সরকারের গঠন করলে সংকট মোকাবেলার সম্ভাবনা থাকবে, অন্যথায় সংকট আরও বৃদ্ধি পেতে পারে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *