শিরোনাম

গলাচিপায় বৃদ্ধ নারীকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি প্রদানে সংবাদ সম্মেলন

Views: 26

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক বৃদ্ধ নারীকে তার বসতবাড়ি থেকে উচ্ছেদ করার হুমকির অভিযোগ উঠেছে।

সোমবার গলাচিপা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অজুফা বেগম এ অভিযোগ করেন।

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বাসিন্দা, মৃত মোহাম্মদ দেলোয়ার হোসেন আকনের স্ত্রী অজুফা বেগম (৫০) জানান, তার স্বামীর বসতবাড়ি থেকে উচ্ছেদের জন্য প্রতিবেশী মোহম্মদ ইউনুস আলী সরদার ও তার ভাই সহ পরিবারের সদস্যরা জমা-জমি নিয়ে ইচ্ছাকৃত ষড়যন্ত্র করে আসছে।

সংবাদ সম্মেলনে ওই নারী অভিযোগ করেন, ইউনুস আলী ও তার ভাই সাবেক সরকারি প্রথমিক স্কুলের প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত মোঃ সুলতান আহমেদ নানাবিধ ক্ষমতার হুমকি দিয়ে ওই তাকে তার স্বামীর সম্পত্তি ও বসত ঘর থেকে উচ্ছেদ করার পায়ঁতারা করছে।

জমা জমি সংক্রান্ত ইতিপূর্বে ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য দেওয়ানী আদালতে মামলা করে, যা চলমান রয়েছে মামলা সহ বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান, মেম্বার বিষয়টি অসহায় মহিলার পক্ষে সামাজিকভাবে সমর্থন জানান।

দেশের পট পরিবর্তনে মোঃ ইউনুস আলী সরদার ও তার পরিবারের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে জানিয়ে অজুফা বেগম জানান, তিনি গরীব মানুষ তার একমাত্র ছেলে নাসির উদ্দিন জীবন জীবিকার সন্ধানে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী ঘটনার সুষ্ঠু সমাধান ও নিরাপত্তার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *