শিরোনাম

কুয়াকাটা পৌর আ.লীগ সভাপতিসহ ৪ জন জেল হাজতে

Views: 23

পটুয়াখালী প্রতিনিধি:: বিএনপির অফিস ভাংচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র আ. বারেক মোল্লাসহ চারজনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। সোমবার (২১ অক্টোবর) পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির হওয়ার পর বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

জানা গেছে, কুয়াকাটা সিকদার মার্কেটে অবস্থিত পৌর বিএনপির অফিসে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আ. বারেক মোল্লাসহ মোট ৫৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। এই চারজনের মধ্যে আ. বারেক মোল্লা ছাড়াও রয়েছেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত কুমার মুখার্জি, ৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলাউদ্দিন এবং ৪ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

এদিকে, বিএনপির নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে আসামিদের জামিন না দেওয়ার দাবি জানান।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *