বরিশাল অফিস :: ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে উদযাপন করা হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪। জেলা প্রশাসন ও বিআরটিএ বরিশালের আয়োজনে নগরীর এ আর এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে সকালে এই উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, সড়ক ও জনপথ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম এবং জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ বরিশাল সার্কেলের সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস। আলোচনা সভায় মালিক-শ্রমিক সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে অংশগ্রহণকারীদের মাঝে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এরপর অতিথিরা জাতীয় নিরাপদ সড়ক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বক্তারা নিরাপদ সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ, এবং সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ছাত্র-জনতা থেকে শুরু করে সকল স্তরের মানুষকে এই বিষয়ে সম্পৃক্ত হতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে যাতে সড়ক দুর্ঘটনা হ্রাস পায়।
অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সকলের মধ্যে সড়ক নিরাপত্তার প্রতি দায়বদ্ধতা এবং অঙ্গীকারের মাধ্যমে সমাপনী ঘোষণা করা হয়।