Views: 11
চন্দ্রদ্বীপ ডেস্ক: ইসরায়েলের তেল আবিবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে বেন গুরিওন বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের তেল আবিবের উপকণ্ঠে নিরিত এলাকায় বোমা হামলা চালিয়েছে। এতে করে বিশাল বিস্ফোরণ ঘটেছে। এতে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।