শিরোনাম

আমি আওয়ামী লীগের কেউ হলে গ্রেপ্তার করুন: ইলিয়াস কাঞ্চন

Views: 30

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢাকাই সিনেমার নন্দিত নায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা আন্দোলনে সক্রিয় রয়েছেন। সড়কের বিভিন্ন সমস্যা ও পরিবহন মালিকদের অরাজকতার বিরুদ্ধে কথা বলার জন্য তিনি সরকারের সমালোচনার শিকার হয়েছেন। বিশেষ করে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে তার বিবাদ প্রসঙ্গেও আলোচনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় ইলিয়াস কাঞ্চন দাবি করেন, তিনি কখনোই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি বলেন, “নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে গিয়ে আমাকে মাফিয়াচক্রের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। আমার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে, এবং ঝাড়ু দিয়ে পিটানো হয়েছে।”

তিনি আরও বলেন, “২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের পর আজ সরকারি ভাবে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হচ্ছে, কিন্তু কিছু মহল বিষয়টি অস্বীকার করছে।”

বর্তমানে ইলিয়াস কাঞ্চন ফেসবুক লাইভে এসে সরকারের সমস্যা নিয়ে নিজের মতামত শেয়ার করছেন। তিনি বলেন, “সরকারের প্রতি যে অভিযোগ উঠেছে, সেটি ভয়াবহ। আমরা যারা আন্দোলনে অংশ নিয়েছি, তাদের জন্য ভবিষ্যতে সমস্যা হতে পারে।”

তিনি বলেন, “একদল মানুষ আমাকে আওয়ামী লীগের লোক হিসেবে উপস্থাপন করছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, যদি আমি আওয়ামী লীগের কেউ হই, আমাকে গ্রেপ্তার করুন। তবুও অপপ্রচার চালাবেন না। আমি দেশবাসীর কাছে এই অপপ্রচারের বিচার চাই।”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *