চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ভক্তদের রোষের মুখে পড়ে তার ফেসবুক আইডি ডিএকটিভেট করেছেন। কাজের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি আলোচনায় আসায় তাকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক চলছে।
সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে হঠাৎ ফেসবুক লাইভে এসে সাদিয়া ভৌতিক ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, গত কয়েকদিন ধরে একটি কালো অবয়ব তার পিছু নিচ্ছে এবং একাধিকবার বাসার নিচে দাঁড়িয়ে থাকে। লাইভে কান্নাজড়িত কণ্ঠে তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকা কালো অবয়বটিও দেখানোর চেষ্টা করেন। এ ঘটনার পর নেটিজেনরা তার নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন।
কিন্তু পরবর্তীতে জানা যায়, এটি একটি আসন্ন নাটক “বিভাবরী”-এর প্রচারণার অংশ ছিল। এই নাটকে অলৌকিক ঘটনার প্রেক্ষাপটে গল্প তৈরি হয়েছে। প্রচারণার জন্যই সাদিয়া আয়মান এমন ভৌতিক ঘটনার মঞ্চায়ন করেন।
কিছুদিন আগে অন্য একটি ঘটনায় সাদিয়া শোবিজ অঙ্গনে আলোচনায় আসেন। তবে এবার ভক্তরা ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে তার সমালোচনা করেন। এই ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে সাদিয়া নিজের ফেসবুক আইডি ডিএকটিভেট করতে বাধ্য হন।