শিরোনাম

ব্যক্তিগত করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক: এনবিআরের নির্দেশনা

Views: 23

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তিগত করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অধীন আয়কর সার্কেলগুলোর সরকারি কর্মচারীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন (e-Return) দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া, সব তফসিলি ব্যাংক, মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা/কর্মচারীদের জন্যও অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। এসব কোম্পানির মধ্যে রয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা স্যু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, এবং নেসলে বাংলাদেশ পিএলসি।

২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধের পদ্ধতি সহজীকরণের লক্ষ্যে এনবিআর ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম চালু করেছে। করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে সহজেই নিজেদের রিটার্ন তৈরি এবং অনলাইনে দাখিল করতে পারছেন।

এই সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড, এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধের সুবিধা পাচ্ছেন। করদাতারা দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, ও টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করার সুবিধাও পাচ্ছেন।

e-Return সংক্রান্ত যেকোনও সমস্যায় সহায়তা প্রদান করতে এনবিআর একটি কল সেন্টার স্থাপন করেছে, যেখানে করদাতারা অফিস চলাকালীন সময়ে ফোন করে সমস্যা সমাধান করতে পারেন।

এখন পর্যন্ত www.etaxnbr.gov.bd পোর্টালের e-Return অপশন ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *