চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশের বাজারে সোনার দাম এক দফায় আবারও বেড়ে গেছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দামের রেকর্ড।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার রাতে এই দাম বৃদ্ধির ঘোষণা দেয়। নতুন দর আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে এবং হলমার্ক করা ২২ ক্যারেট রুপার ভরিপ্রতি দাম ২ হাজার ১০০ টাকা থাকছে।
জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, আগামীকাল থেকে ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকায়। দাম বৃদ্ধির পর, হলমার্ক করা ২১ ক্যারেট সোনার দাম হবে ১ লাখ ৩৫ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ১৬ হাজার ১৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম হবে ৯৫ হাজার ৪২৩ টাকা।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরি ১ হাজার ৮৯০ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৭৯৭ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৫৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৩০৬ টাকা বেড়েছে।