চন্দ্রদ্বীপ নিউজ :: বঙ্গভবনের সামনে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ হয়ে সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২২অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে ঘটনাটি ঘটে।আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন- বার্তা২৪.কম এর মাল্টিমিডিয়া রিপোর্টার রাজু আহমেদ (২৫), ভিডিও জার্নালিস্ট রিপন রেজা (২৮), শ্যামপুর বহুমুখী স্কূল এন্ড কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বিশাল (২৪), হকার শফিকুল ইসলাম (৪৫), কুমিল্লা ভিক্টরিয়া কলেজের শিক্ষার্থী আরিফ খান (২০)।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। একপর্যায়ে তারা বঙ্গভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। এতে উত্তেজনা আরও বাড়ে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া সাউন্ড গ্রেনেড-শটগানের গুলিতে আন্দোলনকারীরা আহত হয়েছেন বলে জানা গেছে।